তৃতীয় প্রজন্মের স্যাটেলাইট টেলিভিশন এসএটিভির ইংলিশ নিউজের স্পন্সর হলো আবাসন প্রতিষ্ঠান ইউরো বাংলা সিটি লিমিটেড।
সম্প্রতি এসএটিভির প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এসএটিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী এবং ইউরো বাংলা সিটির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল, ইউরো বাংলা সিটির চেয়ারম্যান মনির হোসেন, এসএটিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, সিওও আব্দুল মাবুদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় এসএটিভির পরিচালক নূরে আলম জানান, ভবিষ্যতেও দুই প্রতিষ্ঠানের সু-সম্পর্ক অব্যাহত থাকবে।
সম্পর্ক উন্নয়নের প্রত্যয় জানিয়ে ইউরো বাংলা সিটির চেয়ারম্যান মনির হোসেন জানান, যে কোন সংকটে পাশে থাকবে ইউরো বাংলা সিটি।